Skip to content

Instantly share code, notes, and snippets.

@Shipu
Created December 20, 2021 16:26
Show Gist options
  • Save Shipu/97318637d7b54ea0dca441366ca0809c to your computer and use it in GitHub Desktop.
Save Shipu/97318637d7b54ea0dca441366ca0809c to your computer and use it in GitHub Desktop.
বন্ধুমহল সমিতি
বর্ষপূর্তি মিলায়তন সভাঃ আগামী ১৪-০১-২০২২ দুপুর ১:৩০ হতে ৪:০০টা
সমিতির গঠনতন্ত্রে যা পরিবর্তন এবং পরিবর্ধন সমূহঃ
- মাসিক চাঁদা হবে ৩০৫০ টাকা । (পূর্বে ২০৫০টাকা )
- একজন সদস্য সর্বোচ্চ ৫ টি সদস্য পদ অংশগ্রহণ করতে পারবে । (পূর্বে ১টি সদস্য পদ)
- কোন সদস্য যদি কোন প্রস্তাবনা বা পরামর্শ দিতে চায় তবে তা শুধুমাত্র সাধারণ সম্পাদক অথবা যুগ্ম সাধারণ সম্পাদক মাধ্যমে জানাতে পারবে । (পূর্বে অফিসিয়াল কোন মাধ্যম ছিল না)
- সাধারণ সম্পাদক অথবা যুগ্ম সাধারণ সম্পাদকের নিকট কোন প্রস্তাবনা অথবা পরামর্শ আসলে তা সম্মানের সহিত দেখতে হবে এবং সেই প্রস্তাবনা অথবা পরামর্শকে মিটিংয়ের মাধ্যমে সমিতিতে উপস্থাপন করতে বাধ্য থাকবে । (পূর্বে অফিসিয়াল কোন মাধ্যম ছিল না)
মিটিং আয়োজনে যা যা করতে হবেঃ
- সবাই কে জানাতে হবে ফোন কল করে এবং এসএমএসের মাধ্যমে । এবং যা যা জানাতে হবেঃ
- আগামী ১৪-০১-২০২২ দুপুর ১:৩০ হতে ৪:০০টা
- আগামী মিটিংয়ে প্রতি সদস্যর অবশ্যই ২ কপি ছবি নিজের , নমিনির ১ কপি ছবি এবং ২ জনের ভোটার আইডির ফটোকপি দিতে হবে । যারা আগে দিয়েছে তাদের জন্য প্রযোজ্য নয় ।
চাঁদা যদি থাকে ।
- ব্যানার বানাতে হবে ।
- জায়গা খুঁজতে হবে ।
- খাবার মেনু ঠিক করতে হবে ।
- শুভেচ্ছা স্মারক । (যদি সম্ভব হয়) (মগ , টিশার্ট , চাবির রিং হতে পারে )।
- আগামী ৫-০১-২০২২ তারিখ পর্যন্ত নতুন সদস্য যারা আগ্রহী তাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে ।
- সমিতির গঠনতন্ত্র আপডেট করে প্রিন্ট করতে হবে ।
মিটিং-এ যা যা বলা বা করা হবেঃ
- কেন মাসিক চাঁদা বাড়ানো হলো ।
- আগামী বছর চাঁদা জমানোর পর চেষ্টা থাকবে ২০২৩ সালের শুরুতে একটি জমি ক্রয় করা । সে ক্ষেত্রে প্রতি সদস্যকে ২০ থেকে ২৫ হাজার টাকা অথবা কম বেশি যাই হোক দেয়ার জন্য সবার প্রচেষ্টা থাকতে হবে ।
- সমিতির গঠনতন্ত্রে সাইন নিতে হবে ।
মিটিং আয়োজনের সমিতির পক্ষ থেকে বাজেট সর্বোচ্চ ৫০০০ টাকা দিতে পারবে ।
Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment