আসসালামু 'আলাইকুম, নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসুলিহিল কারিম, আম্মা বা'দ। Ariful Islam ভাই খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, নবীন ইউনিভার্সিটি স্টুডেন্টদের একাডেমিক সময়ে কি কি প্রস্তুতি নিতে হবে যেন পড়াশোনা শেষে জব পাওয়া ও জব-এ কাজ করার সহজ হয় - এ বিষয়ে তিনি বিভিন্নজনের মতামত সংগ্রহ করছেন এবং কম্পাইল করে পরবর্তীতে কম্বাইন্ড ভার্শন বের করার কাজ করছেন। এটি নিঃসন্দেহে খুবই প্রয়োজনীয় এবং যুগোপযোগী উদ্যোগ। উনার রিকোয়েষ্ট এ আমার কিছু মতামত পেশ করছি, আশা করি কাজে লাগতে পারে।
১। স্কিল ডেভেলপমেন্ট এর জন্য ইউনিভার্সিটির প্রথম ও দ্বিতীয় বছয় প্রোগ্রামিং কন্টেস্ট এ সময় দিলে ভালো হয়, তখন প্রোগ্রামিং এর প্রতি একটা টান তৈরি হবে এবং প্রব্লেম সলভিং এর মজাটা পাওয়া যাবে। একটা সমস্যা কে কিভাবে ছোট ছোট ভাগে ভেঙ্গে সলভ করতে হয়, কোন সময় কোন ধরণের এলগরিদম ব্যবহার করতে হয়, কখন কম্প্রোমাইজ করতে হয় ইত্যাদি বিষয়ে একটা ভালো ধারণা এই সময় তৈরি হয়। ইউনিভার্সিটি গুলোতে প্রায়ই সিনিয়ররা কিংবা স্যারেরা কন্টেস্ট সংক্রান্ত বুটক্যাম্প বা নিদেনপক্ষে গাইডলাইন সেশন করে থাকেন, সেগুলোতে অংশগ্রহন করা যেতে পারে। যারা CSE/ICT এ পড়ছেন না, তারা সাধারণত ইউন